নিজস্ব প্রতিবেদকঃ
আবুল খায়ের ষ্টীল মিল কতৃর্ক বিদেশ থেকে আমদানীকৃত কারখানায় কাচাঁমাল হিসেবে স্ক্র্যাপ(লোহা)
বিভিন্ন যোগে মাঝির ঘাট থেকে শীতলপুর আবুল খায়ের ষ্টীল মিলে নিয়ে যাওয়ার পথে অভিনব কায়দায় গাড়ি থেকে মালামাল চুরি করেন আটককৃত আসামীরা।
উল্লেখ্য, আসামীদের কাছে প্লাস্টিকের পাচঁ বস্তা স্ক্র্যাপ উদ্ধার করা হয় যার ওজন ১৮০ কেজি ও বাজারমূল্য ৬,৩০০ টাকা।
আটককৃত আসামীরা হলেন, মোঃ মিজান(১৯),মোঃ সাগর(২০), মোঃ রাজন(২০),মোঃ মেহেদী হাসান(১৮),মোঃ দিন ইসলাম(৩০),
মোঃ জসিম উদ্দিন(১৮),মোঃ মহিউদ্দিন(২৩)।
উল্লেখ্য, উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর ও পশ্চিম)
মঞ্জুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আবু বক্কর সিদ্দিক এর তত্বাবধানে ১৭ নং টিম এর পুলিশ পরিদর্শক মোঃ জাহেদুল কবির সঙ্গীয় এসআই আনোয়ার হোসেন,এসআই প্রবাল সিনহা,এএসআই তাজুল ইসলাম, এএসআই তাপস কান্তি,কনষ্টেবল মফিজুর রহমান,মোঃ আবুল কালাম,মোঃ আলমগীর হোসেন,ওমর ফারুক,মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ আলীসহ মহানগর গোয়েন্দা(বন্দর) বিভাগ, সিএমপি এ অভিযান পরিচালনা করেন।
Leave a Reply