চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রাম চন্দনাইশের সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সম্মুখে শনিবার (১৭ অক্টোবর) চন্দনাইশ থানার আয়োজনে দেশব্যাপী চলা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ” বিট পুলিশিং সমাবেশ ” অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দিদারুল হক দস্তগীরের সঞ্চালনায়, চন্দনাইশ থানার এসআই মোহাম্মদ আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহমেদুর রহমান (ডিলার), বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি, সামাজিক সংগঠন “সৃজনী”র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাষ্টার হুমায়ুন কবির, সাতবাড়ীয়া ইউপি সদস্য আলহাজ্ব শওকত হোসেন, সাতবাড়ীয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি আক্তার, চন্দনাইশ উপজেলা যুবলীগ নেতা শাহজাদা মেজবাহ উদ্দিন খান মামুন, সাতবাড়ীয়া ইউনিয়ন আনসার কমান্ডার আবু তৈয়ব, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জমির উদ্দিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, সাতবাড়ীয়া ইউপি সদস্য ফজল আহমেদ, প্রমি বড়ুয়া, আবু ছিদ্দিক প্রমুখ।
বক্তারা, চন্দনাইশ উপজেলায় শান্তি, শৃঙ্খলা বজায় রেখে ধর্ষণ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, মাদকতা প্রতিরোধে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply